Breaking News

শনিবার স্কুল খোলার বিষয়ে যা জানাল মাউশি

আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে- এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শনিবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে মাউশি’র মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক ড. খান মহিউদ্দীন সোহেল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো তথ্যটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

তবে কিসের ভিত্তিতে, কারা এমন তথ্য ছড়িয়েছে, সেটি তারাও জানেন না বলে দাবি করেছেন তিনি।

মহিউদ্দীন সোহেল আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

এদিকে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকার তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। তারা বলছেন, সাপ্তাহিক ছুটি দুইদিন থাকা জরুরি। সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুইদিন হলে স্কুলেও সেটা থাকতে হবে।

তবে শিক্ষকদের অনেকে মনে করেন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ বা কোনো গোষ্ঠী শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করতে এ ধরনের তথ্য ছড়াতে পারে, যাতে শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন। এজন্য তারা মন্ত্রণালয় অথবা মাউশির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ খবর যে ভুয়া, তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

About Admin

Check Also

তিন দিক থেকে আক্রমণ করে দুই ঘণ্টা ধরে হামলা, ১৬ সেনা নিহত

পাকিস্তানে সেনাচৌকিতে হামলায় ১৬ জন সেনা সদস্য নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *