Breaking News

ব্যাচেলরদের দুঃখ ঘোচাতে বাজারে এলো ‘রোবট বউ’

ব্যাচেলরদের দুঃখ ঘোচাতে চীন নিয়ে এসেছে নতুন মডেলের ‘এআই ওয়াইফ’ অর্থাৎ ‘রোবট বউ’। যা কিনা আপনার সমস্ত আশা আকাঙ্খা পূরণ করবে। পাশাপাশি আপনার ঘরের সব কাজও করে দেবে।

বিয়ে না করে ব্যাচেলর হওয়ার যন্ত্রণায় চীনের যে সমস্ত পুরুষ দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্যই এলো এই নতুন প্রযুক্তি।

এটি আসলে একটি রোবট হলেও কথা মতো ঘরের কাজ করে দেবে। আপনার খেয়াল রাখতেও এটি সমানভাবে পারদর্শী।

আপনার সঙ্গীর চাহিদা মেটাবে এই নতুন প্রযুক্তি। এমনটাই দাবি বিজ্ঞানীদের।

ব্যাচেলরদের দুঃখ ঘোচাতে চীন নিয়ে এসেছে নতুন মডেলের ‘এআই ওয়াইফ’ অর্থাৎ ‘রোবট বউ’। যা কিনা আপনার সমস্ত আশা আকাঙ্খা পূরণ করবে। পাশাপাশি আপনার ঘরের সব কাজও করে দেবে।

বিয়ে না করে ব্যাচেলর হওয়ার যন্ত্রণায় চীনের যে সমস্ত পুরুষ দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্যই এলো এই নতুন প্রযুক্তি।

এটি আসলে একটি রোবট হলেও কথা মতো ঘরের কাজ করে দেবে। আপনার খেয়াল রাখতেও এটি সমানভাবে পারদর্শী।

আপনার সঙ্গীর চাহিদা মেটাবে এই নতুন প্রযুক্তি। এমনটাই দাবি বিজ্ঞানীদের।

About Admin

Check Also

স্যার আমি আস্তে করি, চেষ্টা করি যেন বেশি ব্যথা না পায়

ক্লাস রুটিন আর পরীক্ষার রুটিনের বাইরে ভিন্ন রকম এক রুটিন চালু করেছে রাঙ্গুনিয়ার এক কওমি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *