ইউপি চেয়ারম্যান নিয়ে আসলো জরুরি নির্দেশনা

জাতীয় নির্বাচনের আগে কিছু স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসির নিরপেক্ষতা ও সক্ষমতা যাচাই করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

এ ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে ভোটাভুটিতে না গিয়ে ‘ঘূর্ণায়মান’ পদ্ধতিতে পরিষদের সদস্যদেরই এই পদে বসানোর সুপারিশ করেছে জাতীয় নাগরিক কমিটি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সরকার সংস্কার কমিশনের কাছে জাতীয় নাগরিক কমিটি ১৫ দফা সুপারিশ জমা দেয়।

সুপারিশ জমা দেওয়ার পর নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সংস্কার কমিশনের দেওয়া প্রদেশের প্রস্তাব অপ্রয়োজনীয়।

তবে জেলা সরকার বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
পরে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ বলেন, ‘সুচিন্তিত ও ইতিবাচক সুপারিশ করেছে জাতীয় নাগরিক কমিটি।’

জাতীয় নাগরিক কমিটির ১৫ সুপারিশের মধ্যে রয়েছে-

>> স্থানীয় সরকারকে ‘স্থানীয় শাসন’ হিসেবে অভিহিত করা;

>> স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে এককেন্দ্রিক শাসনব্যবস্থার অবসান ও কার্যকর জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারের স্তর হবে তিনটি- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ;

>> স্থানীয় সরকারকে স্বশাসিত ও গণপ্রতিনিধিত্বশীল করে গড়ে তুলে উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করা;

>> সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদের সংস্কার;

>> স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের জনমানুষের কাছে জবাবদিহি নিশ্চিতে প্রয়োজনে তাদের প্রত্যাহার বা ‘রিকল’-এর ক্ষমতা জনমানুষের কাছে দেওয়া;

>> স্থানীয় সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া;

>> স্থানীয় সরকারকে পরিকল্পনা ও বাজেট প্রণয়নের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া;

>> স্থানীয় সরকারের সব সেবা চতুর্থ শিল্প বিপ্লবের নীতির সঙ্গে সমন্বয় করে ‘ডিজিটাইজ’ করা;

>> স্থানীয় সরকার প্রতিটি অঞ্চলে কর্মসংস্থানের প্রকৃত চিত্র তুলে ধরে কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যেন কাজ করতে পারে এবং বিদেশি নিয়োগদাতাকে কর্মীর দোরগোড়ায় নিয়ে যেতে পারে, তার ব্যবস্থা করা;

>> স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি সরকারি কর্মকর্তা বা অন্য কোনো নির্বাচিত প্রতিনিধির কর্তৃত্বাধীন হবে না;

>> স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ রোধে নির্বাচন কমিশন নির্ধারিত তারিখে সব স্তরে একই সঙ্গে নির্বাচন দেওয়া। নির্বাচনে কোনোভাবেই দলীয় পরিচয় ও দলীয় প্রতীক ব্যবহার না করা;

>> ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন না।

ঘূর্ণায়মান পদ্ধতিতে পরিষদের সদস্যরা নির্দিষ্ট মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন;
>> স্থানীয় সরকার পরিষদের সভায় নাগরিক প্রতিনিধি উপস্থিত থাকা ও মত প্রকাশের আইনি বিধান রাখা;

>> এলাকার দরিদ্র ও ভুক্তভোগী মানুষের আর্থিক চাহিদা কমানোর কার্যকর ব্যবস্থা ও প্রতিনিধিদের সম্মানজনক ভাতার ব্যবস্থা করা;

>> সংসদীয় স্থায়ী কমিটির মতো স্থানীয় সরকারেও প্রয়োজনীয়সংখ্যক স্থায়ী কমিটি গঠন করা।

About Admin

Check Also

অবশেষে পদত্যাগ করলেন!

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ। আজ মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.