পাইলস থেকে চির*মুক্তির উপায়!

পাইলস রোগে মলত্যাগের সময় প্রচন্ড ব্যথা, যন্ত্রণা, রক্ত বের হওয়া এবং অস্বস্তিকর অনুভূতি হতে পারে। পাইলস হলে মলদ্বারের যে রক্তনালী বা টিস্যুগুলো আছে তা অনেক সোয়েলিং হয় বা ফুলে যায়। যে কারণে রক্ত বের হয় বা যন্ত্রণা হয়।

পাইলসের চিকিৎসায় ইপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট কার্যকরী হতে পারে। এক গামলা কুসুম গরম পানিতে ৩-৪ চা চামচ ইপসম লবণ মিশিয়ে প্রতিদিন দুই বার ১০ থেকে ১৫ মিনিট মলদ্বারে হিট বাথ দিতে হবে। অর্থাৎ মলদ্বার বা পায়খানার রাস্তা যেন পানিতে ডুবানো থাকে। এতে ফুলে যাওয়া রক্তনালী সংকুচিত হবে, রক্তপাত অনেক কমে যাবে এবং যন্ত্রণা বা ব্যথা অনেকটা কমে যাবে।

আরও পড়ুনঃ আইন*জীবী আলিফ হ*ত্যা: তদন্ত কমিটি থেকে অব্যা*হতি চেয়েছেন সব সদস্য
পাইলস হলেই অপারেশন করতে হবে এই ধারণা মাথা থেকে মুছে ফেলুন। উন্নত বিশ্বে কখনোই পাইলস হলে অপারেশন করে না। অনেক টাইপের পাইলস আছে। কিছু ক্ষেত্রে হোম রেমেডি, সবজি খাওয়া, পানি পান করতে বলা হয়। অনেক ফলমূল খেতে বলে। খাবার ভালো করে চিবিয়ে খেতে হবে। হিট বাথ এবং লাইফস্টাইলে পরিবর্তন আনলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। সার্জারি তখনই করতে হবে যখন এক্সটার্নাল হেমারয়েডস হবে বা মাংসের একটি দলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়। দলাটি যদি অনেক বড় হয়, অনেক বেশি রক্ত যায়, ব্যথা হয় এবং কোন ওষুধে ও লাইফস্টাইল পরিবর্তন করেও কাজ না হয়।

About Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.